বাঘড়া ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উলেস্নখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এর পরে যে সব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে শরিষা। তৈল বিজেরমধ্যে রয়েছে শরিষা ও তিল। এছাড়াও এ জেলায় আম, জাম, কাঠাঁল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা, (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা, ইত্যাদি ফলও প্রচ্রর পরিমানে উৎপন্ন হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS