কালের স্বাক্ষী বহনকারী পদ্মা নদীর তীরে গড়ে উঠা শ্রীনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল বাঘড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধরর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
(ক) নাম- ০৭নং বাঘড়া ইউনিয়ন পরিষদ।
(খ) আয়তন- ১৯.৭৮(বর্গকিঃমিঃ)।
(গ) লোকসংখ্যা- ২০৩৫৩জনপ্রায়।
(ঘ) গ্রামের সংখ্যা- ১৮টি।
(ঙ) মৌজার সংখ্যা- ৫টি(বর্তমানে ৩টি, বাকি ২টি নদী গর্ভে বিলিন হয়েগেছে)।
(চ) হাটবাজার সংখ্যা- ১টি।
(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম-বাস,কার, জিপ,সি, এন, জিঅটোরিক্সা, মটরসাইকেল ইত্যাদি।
(জ) শিক্ষারহার- ৪৮.৩৭%, ২:৫০.৮৫% ম: ৪৫.৯০%।
সরকারী প্রাথমকবিদ্যালয়- ০৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চবিদ্যালয়- ১টি।
মাদ্রাসা- ৫টি।
(ঝ) দ্বায়িত্বরত চেয়ারম্যান- জনাব নুরুল ইসলাম।
(ঞ) গুরুত্ব পূর্ন ধর্মীয় স্থান- ২টি।
(ট) ঐতিহাসিক/পর্যটনস্থান- নাই।
(ঠ) ইউপি ভবন স্থাপনকাল- সঠিক তথ্য জানা নাই।
(ড) গ্রামের নাম সমূহ-
১।পূর্ববাঘড়া, ২।মঘঢাল, ৩।নয়াবাড়ী,৪।মাধ্যবাঘড়া, ৫।বাঘড়া, ৬।কাঠালবাড়ী, ৭।পূর্বকাঠাঁলবাড়ী, ৮।বৈচারপাড়, ৯।রম্নদ্রপাড়া, ১০।ছত্রভোগ, ১১।জাহানাবাদ, ১২।পশ্চিম বাঘড়া, ১৩।নলটেক, ১৪।মুসলিস্নপাড়া, ১৫।মোলস্নাকান্দা, ১৬।বরিবরখোলা, ১৭।খৈরখোলা, ১৮।বালুরচক
(ঢ) ইউনিয়ন পরিষদ জন বল-
১।নির্বচিত পরিষদ সদস্য- ১৩জন।
২।ইউনিয়ন পরিষদ সচিব- ১জন।
৩।ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০জন।
৪।ট্যাক্স কালেক্টর- ১জন।
গ্রাম ভিক্তিক লোক সংখ্যা
২০০১এর আদম শুমারী অনুযায়ী
মাঘঢাল-৯৬৫।
নয়াবাড়ী-৭০২।
পূর্ববাঘড়া-১৩০০।
মধ্যবাঘড়া-১৬০৮।
কাঠাঁলবাড়ী-১০৮০
পূর্বকাঠালবাড়ী-৯৮০।
বৈচারপাড়-৭৮৫।
বাঘড়া-১৮০০।
পশ্চিম বাঘড়া-১৪০১।
রম্নদ্রপাড়া- ১৫৯৯।
জাহানাবাদ-১২০০।
ছত্রভোগ-১৫০৮।
মুসলস্নীকান্দা-৮০৮।
নলটেক-৮১১।
মোলস্নাকান্দা-৮০৮
বরিবরখোলা-৯৯১।
খৈরখোলা-৮২১।
বালুরচক-১১০০।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS