বাঘড়া ইউনিয়নে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে ইউনিয়নে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। এছাড়া নিম্নোক্ত বিষয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে।
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওযার অধিকার সংরক্ষন করেন
১। সাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রযোজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা।
২। ডায়রিয়া রোগীদের জন্য ওআর ওআরএসসরবরাহ করা হয়।
৩। হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪। জাতীয় যক্ষা ও কুষ্ঠনিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্শা রোগীদের কফ পরিক্ষর জন্য কফ সরবরাহ করা হয়।
৫। শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেওয়াহয়।
৬। উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগদদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭। উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
৮। প্রয়োজনে রোগীকে উপজেলা হসপাতালে রেফার করা হয়।
৯। আগত রোগী ও তাদের আত্মিয়স্বজনগন স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশিস্নষ্ট চিকিৎসকগনের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস